শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

দেশব্যাপী নারী সহিংসতার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্থার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার (১০ মার্চ) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণের সঞ্চালনায় এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “বিগত ফ্যাসিস্ট আমল থেকে শুরু হয়ে বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা বিভিন্নভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, যার ফলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানে আমাদের নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পুরুষ সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। অথচ আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। সর্বশেষ মাগুরায় যে নৃশংস ও নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই নরপশুদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী মৌসুমি বলেন, “বিগত কয়েক দিন ধরে পুরো বাংলাদেশে নারীরা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ধর্ষণের শিকার হচ্ছেন, তা আমাদের কখনোই কাম্য ছিল না। বাংলাদেশের নারীরা সব সময়ই সচেতন ছিলেন এবং সব ধরনের সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তাছাড়া, জুলাইয়ের আন্দোলনে প্রথম কাতার থেকেই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আজকে নিজের দেশেই তারা অনিরাপদ, যা কখনোই কাম্য নয়। নারীরা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি জায়গায় নিরাপদ থাকেন, সেটাই আমাদের দাবি।”

এ সময় ছাত্রদলের নেতারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর আইন বাস্তবায়ন, প্রশাসনের কঠোর ভূমিকা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.