ভোল পালটে স্বেচ্ছাসেবকলীগ থেকে এখন বিএনপি সদস্য সৌরভের বিরুদ্ধে নাশকতা সহ হত্যা মামলা দায়ের।
আলোকিত ডেস্ক:- নারায়ণগঞ্জ বন্দরে ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের ঘনিষ্ঠ সহচর চাঁদাবাজ হিসেবে পরিচিত নবীগঞ্জ কবিলের মোড় এলাকার মৃত আমান সর্দারের কুখ্যাত ছেলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারি সৌরভের বিরুদ্ধে নাশকতা সহ হত্যা মামলা দায়ের হয়েছে ফতুল্লা মডেল থানায়। সৌরভ ৫ আগষ্টের আগে সক্রিয় ভাবে দুলাল প্রধানের সঙ্গে রাজধানী করতো।
৫ আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভোল পালটে এখন আরেক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার হাত ধরে রাজনীতি করছে। তৃনমুল নেতা কর্মীদের অভিযোগ বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের মাইনাস করে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে দলের ভিতরে।
সৌরভের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভুমি দখল সহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।