শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ডেল্টা লাইফ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গ্ৰাহকরা দূর্নীতি বাজ কর্মকর্তা সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ

ডেল্টা লাইফ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গ্ৰাহকরা দূর্নীতি বাজ কর্মকর্তা সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ।

আলোকিত ডেস্ক:- বীমা খাতের এক পূরাতন নাম ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সার্ভিস দিয়ে আসছে এই কোম্পানি। কিন্তু দূর্নীতি বাজ সোহেল রানা সহ তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় এই কোম্পানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গ্ৰাহকরা।

সোহেল রানা পিতা নুরুল ইসলাম ভোলাইল শতাব্দী গার্মেন্ট সংলগ্ন এলাকায় থাকেন বলে জানা গেছে। তবে সোহেলের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, নাশকতা, প্রতারণা,সহ একাধিক মামলা। ৫ আগষ্টের আগে সোহেল রানা ছিল কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের ঘনিষ্ঠ সহচর। তার ভাই জামাল হচ্ছে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

সোহেল রানার প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রাথমিকভাবে গ্ৰাহক সেবা ভালো পেলেও ধিরে ধিরে সোহেল রানার দূর্নীতির কারনে গ্ৰাহক সংখ্যা কমে গেছে। কারন হিসেবে জানা যায় গ্ৰাহকগন তাদের কিস্তির টাকা মাসে ও বছরে পরিশোধ করেন ঠিকই কিন্তু সোহেল রানা গ্ৰাহকের সেই টাকা অফিসে জমা না করে আত্মসাৎ করে ফেলে বলে জানা গেছে।

তা ছাড়া সোহেল রানা একাধিক মামলার আসামি কখন কি হয় বলা যায় না তাই গ্ৰাহকগনের কষ্টের অর্জিত জমানো সঞ্চয় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গ্ৰাহকরা বলছে ডেসটিনির মতো হয়তোবা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও উধাও হয়ে জেতে পারে এই সমস্ত দূর্নীতি বাজ কর্মকর্তাদের দুর্নীতির কারণে। সোহেল রানার আরো দূর্নীতির খবর জানতে চোখ রাখুন দৈনিক পত্রিকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.