চিহ্নিত পদক প্রতারক ওসমান দোষর ধষর্ণ মামলা সহ একাধিক মামলার আসামি বাটপার মান্নান বহাল তবিয়তে।
আলোকিত ডেস্ক:- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পাঠান টুলি কবরস্থান রোড আইল পাড়ার ঠেলা গাড়ি চালক সামসুদ্দীন আঃ হান্নান মিয়ার কুখ্যাত ছেলে মাদক ব্যবসায়ী ও ধষর্ণ মামলায় ১০বছর সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি বাটপার মান্নান বহাল তবিয়তে রয়েছে।
এই বাটপার মান্নান কখনো সার্টিফিকেট প্রদান কখনো বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আবার কখনো ত্রাণ সহায়তার কথা বলে রেজিস্ট্রেশন ফির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এবার প্রতারক মান্নানের টাকা কামানোর মুল এজেন্ডা হচ্ছে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণের মুলা।
চিহ্নিত প্রতারক মান্নানের এই সংগঠনে প্রশিক্ষণ দেয় কারা আর প্রশিক্ষণ নেয় কারা? আসলে যারা প্রতারক তাড়া স্থির থাকতে পারে না। কোন না কোন ধান্দা ফিকিরের তালাশে থাকে সবসময়।আর এই ধান্দা বা তালাশের মুল উদ্দেশ্য হচ্ছে প্রতারণা ও ধাপ্পাবাজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া।এই ক্ষেত্রে তথাকথিত মানব কল্যাণ পরিষদের দোকান বসিয়ে নিজে স্বঘোষিত চেয়ারম্যান পরিচয়ে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাহলে এখন প্রশ্ন জাগে আইনশৃঙ্খলা বাহিনী কেন এই বাটপার মান্নান কে গ্ৰেফতার করছে না? নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই প্রতারক নিয়মিত যাতায়াত করে থাকে।
বিভিন্ন প্রশিক্ষণের অনুষ্ঠানে ঐ প্রসাশনের কর্মকর্তাদের অতিথি করে নিজেকে জাহির করে বাটপার মান্নান একজন সমাজ কর্মী। কিন্তু প্রসাশনের লোকজন যারা অতিথি হয়ে আসে অনুষ্ঠানে তাড়া তো আর জানে না যে বাটপার মান্নান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাথায় টুপি পড়িয়ে হরহামেসেই ধাপ্পাবাজি করে সাধারণ মানুষের পকেট খালি করে ফেলছে।
প্রতারক মান্নানের খপ্পরে পড়ে অনেকেই সর্ব হাড়া, মানসম্মানের ভয়ে কেউ এই প্রতারক মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। স্থানীয় সূত্রে লোকজন বলছে এই যে প্রতারক মান্নান বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ দেয় কারো নাম ও পদবী বা ঠিকানা প্রকাশ করা হয়না। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় প্রতারক মান্নানের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয় যে, মানব কল্যাণ পরিষদের নামে বাটপার মান্নান প্রশিক্ষণের দোকান খুলে বসেছিল যে কিনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধষর্ণ মামলায় ১০বছর সাজাপ্রাপ্ত আসামি।
সেই সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাটপার মান্নান তার মাধবী লতা প্লাজার প্রশিক্ষণের দোকান গুটিয়ে গা দিয়ে আছে। প্রতারক মান্নান কোভিট ১৯ সরকারি অনুদানের কথা বলে ব্যাপক অনিয়ম দুর্নীতির ত্রাণ আত্মসাৎ করেছে মর্মে তৎকালীন সময়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় ফলোয়াও করে সম্প্রচার করে। তারিখ ধারাবাহিকতায় তথ্য অধিকার আইনের আলোকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক বার আইনি নোটিশ দিলে ও কোন তথ্য প্রদান করেননি জেলা প্রশাসক। এবিষয়ে মহামান্য হাইকোর্টে রিট করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জনসাধারণের হক মেরে জারা নিজেদের সমাজ কর্মী দাবি করে তাদের বিরুদ্ধে এবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথাকথিত মানব কল্যাণ পরিষদ তথা ব্যাক্তি মান্নান ভুঁইয়া বিগত ২০১৮ হইতে ২০২৪ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে কি কি অনুদান পেয়েছে এবং সেই অনুদান কারা পেয়েছে যাদের নাম বলে অনুদান গ্ৰহন করা হয়েছে তাড়া কি সঠিক ভাবে সরকারি সেই অনুদান পেয়েছে তার তথ্য চেয়ে হাইকোর্টে রিটের প্রস্তুতি চলছে।
তবে চিহ্নিত প্রতারক ধষর্ণ মামলার সাজাপ্রাপ্ত আসামি বাটপার মান্নানের কাজই হচ্ছে বিভিন্ন যায়গায় বাটপারি করা। এবিষয়ে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক পত্রিকায়।