কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১৪ জন আসামী গ্রেফতার

- আপডেট সময় : ০৭:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 31
কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১৪ জন আসামী গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং- ১৭/০৩/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। শাহাদাৎ হোসেন বাবু (২২), পিতা মৃত ইউনুছ আলী, মাতা-জায়েদা খাতুন, ২। রাহাত হোসেন রবিন (১৯), পিতা মোঃ শামীম মিয়া, মাতা-রোজিনা খাতুন, ৩। সিফাত হোসেন (পলাশ) (২০), পিতা-আহাম্মদ আলী, মাতা-শেফালি বেগম, সর্ব সাঃ-চকছত্রপুর, পোঃ বাকৃবি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ বিল্লাল হোসেন (৫০), পিতামৃত-আছর আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-গোহাইলকান্দি মীরবাড়ী (খান টাওয়ারের পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিটক হইতে ২৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে।
এসআই (নিঃ) মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোঃ আবু সাঈদ মিয়া (২৫), পিতা- আবুল কাশেম, মাতা- জাহানারা বেগম, সাং-কাঠগোলা বাজার (মাদ্রাসার পাশে পাগলা কাশেমের বাড়ী), ২। বাপ্পা আলী (৩২), পিতা-সাকির আলী, মাতা-মৃতঃ পারভীন আক্তার, ক সাং-পাটগুদাম বিহারী ক্যাম্প, ৩। জাহিদ (২৮), পিতা- নূর মোহাম্মদ, সাং-ভাটি কাশর (চান্দু মিস্ত্রির বাড়ী ভাড়াটিয়া), সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই (নিঃ) মোঃ খলিলুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ রিংকু মনি (২৫), পিতা-মিরাজ পিতা-মিরাজ আলী, মাতা-মোছাঃ রীনা আক্তার, সাং-আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় দক্ষিণপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে।
এসআই(নিঃ) আল আমীন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সাদেক শাকিল (ছাত্রলীগ সমর্থক) (২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-দিঘারকান্দা, ২। মোঃ বাকির হোসেন নয়ন (৪৪), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-মৃত মোজাফ্র হোসেন, মাতা-মৃত-জোবেদা খাতুন, সাং-৫নং লিচু বাগান আকুয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ দ্বয়কে অত্র থানাধীন এলাকা হইতে গ্রেফতার করে।
ইহাছাড়াও এসআই কুমোদলাল দাস, এসআই রিপন চন্দ্র সরকার, এসআই মাকসুমুল হাসান খালিদ, এএসআই (নিঃ) মনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
পরোয়ানাভুক্ত আসামীদের নাম ও ঠিকানা- রিফাত (), পিতা-সাইদুল ইসলাম, স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া ডন মোড়), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ। আলমগীর হোসেন (), পিতা-আঃ মোতালেব, স্থায়ী: (সাং- সানকিপাড়া,), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ বাংলাদেশ। রেখা চৌহান (), পিতা-/স্বামী: অশোক কুমার চৌহান, স্থায়ী: (সাং ২১/১, ইটাখলা রোড, কাচিঝুলি, পো: ময়মনসিংহ), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহ, বাংলাদেশ। শেখ ফালাহ (), পিতা-জনাব আলী, স্থায়ী: গ্রাম- চুরখাই, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।