শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ভয়ানক সন্ত্রাসী, চতুর, পল্টিবাজ ও ছাত্র হত্যার একাধিক মামলার আসামী সেলিম মজুমদারকে গ্ৰেফতারের দাবি।

ভয়ানক সন্ত্রাসী, চতুর, পল্টিবাজ ও ছাত্র হত্যার একাধিক মামলার আসামী সেলিম মজুমদারকে গ্ৰেফতারের দাবি।

আলোকিত ডেস্ক:- ২০১২ সালে আওয়ামীলীগে যোগ দেবার পর থেকেই এই সন্ত্রাসীর আমল নামা খুবই ভয়ানক, ও যেখানেই গিয়েছে যেই ওরে বিশ্বাস করে শেল্টার দিয়েছে সেখানেই ও নিজ স্বার্থের জন্য আপন মনিবদের সাথেই বেইমানি করেছে।

২০১২ সালের পর থেকে একাধিকবার আওয়ামী লীগের মতি, সিরাজ মন্ডল এর সাথেই পল্টি মেরে ২০১৭ সালে তাতী লীগে যোগ দিয়ে ডিবি_হারুনের সাথে আতাত করে অনেক অসহায় সাধারন মানুষকে জামাত ও বিএনপির কর্মী বলে মামলা দিয়ে ও ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় সহ নিজ স্বার্থ হাসিল করে কোটিপতি হয়েছে, বিএনপি ও জামাত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। ৫ আগষ্টের এর আগে ছাত্র আন্দোলনে প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা কারী সেলিম ৫ই আগষ্টের পর সে থানায় ও নতুন বাজারে অসংখ্য দোকান ও বাড়িঘরে লুটপাট চালিয়ে বিএনপির ত্যাগী নেতা কর্মীর নামে চালিয়ে দিয়েছে তান্ডব।

৫,৬,৭ নং ওয়ার্ডের জনগণ সবাই ওর বিষয়ে কম বেশি জানে, এই কুখ্যাত ভয়ানক মুনাফেক টাইপ সন্ত্রাসী সেলিম মজুমদার যেন পাল্টিয়ে পুনরায় এই সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। ওরে যেখানেই দেখবেন একজোট হয়ে গনপিটুনি দিয়ে আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছে স্থানীয় লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.