শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আওয়ামী লীগের মোমেন এখন বিএনপির নেতা।

আওয়ামী লীগের মোমেন এখন বিএনপির নেতা।

আলোকিত ডেস্ক:- সোনারগাঁওয়ে সরমান্দীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাহকে বিএনপিতে পদায়ন করার এজেন্ডা নিয়ে ঢাকায় ভুরিভোজ করাচ্ছে মোমেন শিকার। আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে মোমেন শিকদার লন্ডন থেকে বাংলাদেশে এসেছে কোটি কোটি টাকায় পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানা যায়।

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ ও প্রভাবশালী নেতা শামীম ওসমানের সাথে আতাত করে বিএনপির দালালদের দিয়ে সোনারগাঁওয়ের রাজনীতিতে প্রভাব ফেলছে লন্ডনপ্রবাসী মোমেন শিকদার।
তার ভাই মাসুম সিকদার বলে, “কখনো জাতীয় পার্টি, কখনও আওয়ামী লীগের, আবার কখনও বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসী আতাউরকে দিয়ে স্বার্থ সিদ্ধ করছে এই প্রতারক মোমেন শিকদার।

ফ্যাসিবাদের সময় মোমেন বিএনপিকে ডোনেশন করেছে টাকা দিয়ে, জামাই মোস্তফার মাধ্যমে বিএনপির মিছিল মিটিং করিয়েছে। যুবলীগের সন্ত্রাসী রফিকুল ইসলাম নান্নুর মাধ্যমে লোকজন দিয়ে মোগড়াপাড়া চৌরাস্তার ফুটপাত থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাদা উঠিয়ে ভাগাভাগি করত মোমেন শিকদার ।”
জানা যায়,শুধু তাই নয় আপন মায়ের পেটের ভাইদের মিথ্যা অভিযোগে ব্যবসা থেকে বের করে ব্যবসা আত্নস্বাদ করেছে মোমেন।

চাদাবাজ ও সন্ত্রাসী নান্নুর সহায়তায় অপকর্মে লিপ্ত হয়ে এমন কাজ করেছে এই দুস্কৃতিকারী মোমেন। বিনিময়ে একজনকে করেছে ব্যবসার পার্টনার। সোনারগাঁওয়ে তথা নারায়ণগঞ্জ বিএনপির অংগ সংগঠনের কমিটিতে টাকা দিয়ে দালাদের মাধ্যমে হাইব্রিড নেতা বানাচ্ছে এই মোমেন শিকাদার ও দেখা যাচ্ছে জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতাদের সাথে মিটিং করে দহরম মহরম করছে।

সোনারগাঁওয়ে ডেকে নিয়ে অনৈতিক সুবিধা দিয়ে আওয়ামীলীগের হাইব্রিড নেতাদের বিএনপির বিভিন্ন কমিটিতে ডুকানোর অপচেষ্টা করছে এই মোমেন।
আড়াইহাজার আওয়ামী লীগের হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ আত্নীয়কে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.