শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

নারী পিপাসু লম্পট ও চিহ্নিত প্রতারক মান্নানের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা জারি।

নারী পিপাসু লম্পট ও চিহ্নিত প্রতারক মান্নানের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা জারি।

আলোকিত ডেস্ক:- সিদ্ধিরগঞ্জের চিহ্নিত প্রতারক ও ধষর্ণ মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি প্রতারক মান্নানের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। মামলা নং সি আর ১২২/২০২৫ সাবেক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি সহ ঘর বুজিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ টাকা।

নারায়ণগঞ্জ ডিসি অফিস থেকে সরকারি অনুদানের কথা বলে ও হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। প্রতারক মান্নান করোনার সময় তার তথাকথিত মানব কল্যাণ পরিষদের দোকান দিয়ে কোটি কোটি টাকার ত্রাণ আত্মসাৎ করেছে। তা ছাড়া বিভিন্ন নারীদের সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়ার কথা বলে ও হাতিয়ে নিচ্ছে লাখ টাকা।

চিহ্নিত প্রতারক বাটপার মান্নান সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ধষর্ণ মামলায় ৩ বছর জেল খেটেছে। তা ছাড়া প্রতারণা, শ্লীলতাহানি, চাঁদাবাজি, ধষর্ণের অভিযোগে এই বাটপারের নামে রয়েছে এক ডজন মামলা। সিদ্ধিরগঞ্জ থানা মামলা নং ১৭৪, বন্দর থানা মামলা নং ৯৭/২৪ সদর থানা মামলা নং ৪১/২৪ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মামলা নং ৪৮১৮ , ফতুল্লা থানা মামলা নং ১৮৭/১৭ শাহ বাগ থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা নং ১২২/২৫ প্রতারক মান্নান মিথ্যা মামলা দিয়ে অন্যকে হয়রানি করতে করতে এবার নিজেই এক ডজন মামলার আসামি হয়ে গেছে।

বাটপার মান্নান আওয়ামী লীগের দোসর থাকা অবস্থায় ওসমান পরিবারের দালাল হিসেবে নিরিহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে। প্রতারক মান্নানের দুই ভাই যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের তরুণ দলের সদস্য বানিয়ে মাঠে নামিয়েছে নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। অথচ এই বাটপার মান্নান ও তার ভাই ছাত্র আন্দোলনে সরাসরি হামলার ঘটনায় জড়িত। প্রতারক মান্নান তার মানব কল্যাণ পরিষদের দোকান দিয়ে প্রতারনা করাই তার মুল পেসা।

মাধবী লতা প্লাজায় তার মানব কল্যাণ পরিষদের দোকানে মেয়ে নিয়ে অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডের প্রমাণ থাকায় তাকে মার্কেট কমিটি বিতাড়িত করে বাহির করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতারক মান্নানের বিরুদ্ধে তার এলাকার মানুষ ঝাড়ু মিছিল করেছে এবং প্রতারক মান্নান সহ তার ভাইয়ের প্রায় ২০টি ফ্যাক ফেসবুক আইডি রয়েছে যেগুলো দিয়ে নিরিহ মানুষের কাছে চাঁদা দাবি করে চাঁদা না দিলে তার ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালায়।

নারী পিপাসু লম্পট মান্নানের অপকর্ম রুখবে কে? ইতিমধ্যে এক ভুক্তভোগী বিচার চেয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতারক মান্নানের বিরুদ্ধে। সাধারণ মানুষ বলছে পদক প্রতারক ও ধষর্ণ মামলা সহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাটপার মান্নান কে দ্রুত গ্ৰেফতার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে তার দ্বারা নিরিহ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

প্রতারক মান্নান বিভিন্ন থানায় ও ডিসি এসপি অফিসে ঘুরে ঘুরে মিথ্যা মামলা দিয়ে বানিজ্য শুরু করেছে বলে ও অভিযোগ রয়েছে। তাই এই ধষর্ণের মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি বাটপার মান্নান কে আইনের আওতায় আনা জরুরি। প্রতারক মান্নানের বিষয়ে আরো যদি কারো অভিযোগ থাকে তাহলে আলোকিত সম্প্রচার পত্রিকার ইমেইল এড্রেস alokitosomprochar41@gmail.com এবং ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। তথ্য দাতার পরিচয় গোপন রেখে উন্মোচন করা হবে শীর্ষ প্রতারক মান্নানের কুকর্ম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.