৩৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা আদম পাচারকারী চিহ্নিত প্রতারক ও বাটপার শাহেদ শেখ

- আপডেট সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 83
৩৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা আদম পাচারকারী চিহ্নিত প্রতারক ও বাটপার শাহেদ শেখ।
আলোকিত ডেস্ক:- মানুষ একটু ভালো থাকার আসায় বিদেশ পাড়ি জমায় ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য। আর মানুষ রুপি কিছু অমানুষের কারণে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে সাধারণ মানুষ। শাহেদ শেখ পিতা মৃত শেখ সামেদ মিয়া, থানা শ্রীনগর জেলা মুন্সীগঞ্জ।
বিদেশে লোক পাঠানোর কথা বলে হাতিয়ে নিয়েছে প্রায় ৩৪ লাখ টাকা। শাহেদের প্রথম স্ত্রী মৌসুমী আক্তার, থাকে মুন্সীগঞ্জ আর দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম থাকে চাঁদপুর। বাটপার শাহেদ ব্যাক্তি জীবনে মাটি কাটার বেকু ম্যাশিন চালানোর কাজ করার সুযোগে বিভিন্ন জেলায় গিয়ে বিয়ে করতেন। পাশাপাশি আদম ব্যাবসা করতেন।
তারই ধারাবাহিকতায় সুযোগ বুঝে বিদেশে লোক পাঠানোর কথা বলে হাতিয়ে নিয়েছে প্রায় ৩৪ লাখ টাকা আর মাটি কাটার বেকু ম্যাশিন কিনার কথা বলে হাতিয়ে নিয়েছে ৩২.৫০.০০০/ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্ব মোট প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে এই বাটপার শাহেদ শেখ। ভোক্তবোগীরা বাটপার শাহেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেছে।
এতে আসামি করা হয়েছে বাটপার শাহেদের স্ত্রী মৌসুমী আক্তার, বাটপার শাহেদ, সাইফুল ও সাগর গাজী। প্রতারক শাহেদ শুধু কোটি টাকা আত্মসাৎ করেই ক্ষান্ত হয়নি। বিভিন্ন যায়গায় তিনি পরিচয় দেয় তার মামা খালু চাচা পুলিশের উদ্ধতন কর্মকর্তা। কেউ পাওনা টাকা চাইতে গেলেই পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রাখে।
তবে শাহেদের এই প্রতারণা আর বাটপারির কারণে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া আক্তার তার পিতার বাড়ি চাঁদপুর চলে গেছে বলে জানা যায়। প্রতারক শাহেদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক পত্রিকায়।