সোনাকান্দা ঘাটে মাটি বিক্রির অভিযোগ নৌ-বাহিনীর ডকইয়ার্ডের স্টাফ এবাদতের বিরুদ্ধে
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সোনাকান্দা ঘাটে মাটি কেটে বিক্রি করার অভিযোগ বন্দর নৌ-বাহিনীর ডকইয়ার্ডের স্টাফ এবাদতের বিরুদ্ধে।
শুক্রবার ১৪ মার্চ বেলা ৩ টায় সোনাকান্দা ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। এবাদত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ৩নং সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সাগরের ভাই।
অবৈধ ভাবে বিআইডব্লিউটিএ মাটি কেটে বিক্রির খবর ছুটে যান নাসিক ২০নং ওয়ার্ড য্বুদল নেতা কালু, রাহাদ রাজ সহ স্থানীয় নেতৃবৃন্দের তোপের মূখে পড়ে নৌ-বাহিনীর ডকইয়ার্ডের স্টাফ এবাদত ও শ্রমিকরা।
এক পর্যায়ে তর্কবিতর্কের মধ্যে মাটি বিক্রির কোন অনুমোদন দেখাতে পারেনি বন্দর নৌ-বাহিনীর ডকইয়ার্ডের স্টাফ এবাদত।
এছাড়াও তিনি ডকইয়ার্ডের কিছু শ্রমিক সহ তাঁর আরো দুই ভাইকে নিয়ে সিন্ডিকেট করে মাটি কেটে বিক্রি করছে।
পরবর্তী খবর পেয়ে নৌ-বাহিনীর ডকইয়ার্ডের এক কর্মকর্তা এসে মাটি বিক্রি করা বন্ধ করে দেন।
ঘটনাস্থলে এসে মাটি কেটে বিক্রি করা বন্ধ করে দেওয়া তবে ওই কর্মকর্তার কাছে অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কাজ বন্ধ করে দিয়েছি। তবে অনুমোদন এর বিষয়ে কোন কাগজ দেখাতে পারেনি।