বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

সিদ্ধিরগঞ্জ আইল পাড়ার চিহ্নিত প্রতারক ও ধষর্ণ মামলার সাজাপ্রাপ্ত আসামি বাটপার মান্নানের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা ইস্যু।

সিদ্ধিরগঞ্জ আইল পাড়ার চিহ্নিত প্রতারক ও ধষর্ণ মামলার সাজাপ্রাপ্ত আসামি বাটপার মান্নানের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা ইস্যু।

আলোকিত ডেস্ক:- সিদ্ধিরগঞ্জ থানা আইল পাড়া এলাকার সামসুদ্দীন আঃ হান্নান মিয়ার কুখ্যাত ছেলে চিহ্নিত প্রতারক ও আন্তর্জাতিক বাটপার একাধিক মামলার আসামি বাটপার মান্নানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সেন্টু মিয়া নামে এক ভুক্তভোগী।

অভিযোগে জানা যায় প্রতারক মান্নানের বোন জামাই ইমতিয়াজ ও তার ভাই শীর্ষ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইল পাড়া এলাকার মানুষের ঘুম হারাম করে দিচ্ছে। ৫ আগস্টের পর প্রতারক মান্নান কিছুদিন পলাতক থাকলেও পরে আবার সক্রিয় হয়ে উঠেছে। বাটপার মান্নানের দ্বারা অএ এলাকার মানুষ নিরাপদ নয়।

নিজেকে সমাজ কর্মী পরিচয় দিলেও সত্যিকার অর্থে মান্নান হচ্ছে ইন্টারন্যাশনাল বাটপার। কখনো ডিসি কখনো এসপির নাম ভাঙিয়ে হরহামেস করে আসছে চাঁদাবাজি। সাম্প্রতিক সেন্টু মিয়া পিতা চাঁন মিয়ার ছেলেকে ডিসির ভয় দেখিয়ে একটি পুকুর জোর পূর্বক দখল করতে গেলে স্থানীয় জনতা গনধোলাই দিয়েছে বলে জানা গেছে।

তবে ভুক্তভোগী সেন্টু আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেছে ধষর্ণ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি তিনি কি ভাবে প্রকাশ্যে ঘুরা ফেরা করে। সমাজ সেবা কার্যালয় ও ডিসি অফিস থেকে অনুদানের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক তার পর ও কেনো গ্ৰেফতার করা হচ্ছে এই বাটপার মান্নানে।

সাম্প্রতিক প্রতারক আ: মান্নান ও তার সহচর আরেক প্রতারক মলম বিক্রেতা শাহ আলম, ভুয়া সম্পাদক মাসুদুর রহমান দীপু সহ প্রতারক মান্নানের স্ত্রী আয়েশা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতারক মান্নানের বিরুদ্ধে প্রায় একডজন মামলা চলমান রয়েছে। তা ছাড়া ডিসি ও এসপি অফিসে একাধিক অভিযোগ রয়েছে তদন্তের ধিরগতির কারনে আর আইনগত ব্যবস্থা না নেওয়ায় অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে।

স্থানীয় লোকজনের অভিমত আর কত অপরাধ করলে টনক নড়বে আইনশৃঙ্খলা বাহিনীর। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হলে মাদক ব্যবসায়ী ইমতিয়াজ ও প্রতারক মান্নানের সহচরদের দ্রুত গ্ৰেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জোর দাবি জানিয়েছে স্থানীয় লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.