বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের
আলোকিত ডেস্ক:-
আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে শামীম ওসমানকে। এছাড়াও অয়ন ওসমান, আজমেরী ওসমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পুত্র গোলাম মর্তুজা পাপ্পাসহ আরও ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সুমেল, তারাব পৌর যুবলীগের সহসভাপতি মহাসিন ভুইয়া, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হাসান সিয়াম, আব্দুল্লাহ খান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মেহের, রাব্বী, রায়হান কবির সুমন, রাকিব মিয়া, আল আমিন, তৌহিদুল ইসলাম, ফয়সাল কানন, বাপ্পী, জাহিদ হাসান, মেহেদী হাসান, মাহিনুর রহমান, ইলিয়াস, ফিরোজ ভুইয়াসহ আরও অনেকে।
সুনামগঞ্জ জেলার সদরের পাবর্তীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদী লিটন মিয়া গত ৬ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়েরের আবেদন করেন। শুনানি শেষে ৯ মার্চ আদালত মামলাটি রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়।
এ সময় বাদীর ভাই আহত মিজানসহ আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়, যাতে মিজান গুরুতর আহত হন।