বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

জিয়া সৈনিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিঠুকে দল থেকে অব্যাহতি

জিয়া সৈনিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিঠুকে দল থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
তথ্য গোপন করে রাষ্ট্রীয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কর্মকান্ডে জড়িত থাকার সুসুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রফিকুল ইসলাম মিঠুকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য থাকে যে, কুয়েত বাংলাদেশি সরকারি প্রশাসনিক সামরিক বাহিনীতে নিয়োজিত, তদন্তের মাধ্যমে জানতে পারলাম তিনি বর্তমানে কুয়েতে কর্মরত রয়েছেন।

বর্তমান কর্মরত থাকা অবস্থায় তথ্য গোপন এবং রাষ্ট্রীয় আচরণ বিধিমালা, ১৯৭৯ এর বিধি-২৫ এর উপবিধি-১ অনুসারে সরকারি কর্মচারীর কুয়েত বাংলাদেশি সরকারি প্রশাসনিক সামরিক বাহিনীতে নিয়োজিত তদন্তের মাধ্যমে জানতে পারলাম তিনি বর্তমানে কুয়েত কর্মরত রয়েছেন।

বর্তমান কর্মরত থাকা অবস্থায় তথ্য গোপন এবং রাষ্ট্রীয় আচরণ বিধিমালা, ১৯৭৯ এর বিধি-২৫ এর উপবিধি-১ অনুসারে সরকারি কর্মচারীর রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কিত বিধান অনুযায়ী ৩৬৮-আইন/২০০২/সম বিধি-৪ শৃখলা আইন লংঘন করে মোহাম্মদ রফিকুল ইসলাম মিঠু জিয়া সৈনিক দলের সহ সভাপতি পদ পদবি গ্রহণ করেন।

কুয়েতে অবস্থানরত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সহ সভাপতি মোঃ শহিদ কর্তৃক তদন্তের মাধ্যমে তথ্য গোপন করার অভিযোগে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল থেকে রফিকুল ইসলাম মিঠুকে অব্যাহতি প্রদান করা হয়।

অব্যাহতি দেওয়া রফিকুল ইসলাম মিঠুর কোন ধরনের দায় দায়িত্ব জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নিবে না। সকল পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানান দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.