বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

জাবিতে ছাত্রদলের ইফতারে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন

বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগ শিক্ষার্থীই পরিবার থেকে থাকেন দূরে। ফলে চাইলেও তাঁরা পরিবারের সঙ্গে সাহ্‌রি কিংবা ইফতার করতে পারেন না। এই শূন্যতা কিছুটা দূর করতে শিক্ষার্থীদের নিয়ে একসাথে ইফতারের আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১২ মার্চ) একাদশ রমজানে জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ ইফতার মাহফিলে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন রুনু, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, রবীদ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ সহ শাখা ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী এবং প্রায় ৫ শতাধিক আবাসিক শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, সূর্য ডোবার পর মাগরিবের আল্লাহু আকবার আজানের ধ্বনির সঙ্গে ভ্রাতৃত্বের আবহে পরিণত হয় হল প্রাঙ্গন। একসঙ্গে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও দলের নেতাকর্মীরা ইফতার করেন। বাদ পরেনি সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়রা। তাদের মাঝেও পৌঁছে দেওয়া হয় ইফতার।

জাবিতে অনুষ্ঠিত হওয়া ইফতার এখন শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। তাইতো এই আয়োজনে অংশ নিয়েছিলো অমুসলিম শিক্ষার্থীরাও। রমজানের এই ইফতার পরিণত হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে সৌহার্দ্য আর সহাবস্থানের অনন্য প্রতীক হয়ে। একসঙ্গে ইফতার তাঁদের উৎফুল্ল করে তোলে। পবিত্র মাহে রমজানের একাদশ দিনে ছাত্রদলের আয়োজিত এই ইফতারিতে দেখা গেছে এমন সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন।

সনাতন ধর্মের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রমজান মাসে বিশ্ববিদ্যালয় খোলা থাকায় ক্যাম্পাসে সময় কাটছে। অন্য ধর্মের হওয়া সত্ত্বেও প্রতিদিনই ইফতারের দাওয়াত পাই। আজকের এই আয়োজনে মুসলিম শিক্ষার্থী ছাড়া অন্য ধর্মাবলম্বীর শিক্ষার্থীরাও উপস্থিত হওয়ায় পরিবেশটা আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। যা আমাকে সত্যি মুগ্ধ করেছে। এ যেন ভ্রাতৃত্বের এক বন্ধন। অসাম্প্রদায়িকতার এক দৃষ্টান্তমূলক প্রতিফলন। আর এভাবেই আমাদের দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে প্রত্যাশা রাখি।’

হলের আবাসিক শিক্ষার্থী মাসুম ভূঁইয়া বলেন, আজকের ইফতারে সকলের মধ্যে এই মেলবন্ধন সত্যিই মনোমুগ্ধকর। একটি সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি এবং সকলের সহযোগিতায় একটি উৎসবমুখর পরিবেশে আমরা ইফতার করেছি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিটি হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ইফতার মাহফিল আয়োজন করছে। ইতিমধ্যে ৭ টি হলে আমরা সুষ্ঠভাবে ইফতার মাহফিল আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি। সকলের অংশগ্রহণে হলটির ইফতার অনুষ্ঠান সফল হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রদল নেতা মো. রুবেল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিল। মহান আল্লাহ তায়ালা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করুক এ কামনা করছি। পাশাপাশি আমাদের এ ইফতার অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যে ভ্রাতৃত্বপূর্ণ ও সোহার্দ্যের পরিবেশ দেখা গেছে তা যেন সমাজে সকল পর্যায়ের মানুষের মাঝে বজায় থাকে সে প্রত্যাশা করি।”

শাখা ছাত্রদলের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, এই ধরনের কার্যক্রম ছাত্র সমাজের মধ্যে সহমর্মিতা ও একতা গড়তে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচী অব্যাহত রাখার আহ্বান জানাই জাবি ছাত্রদলকে।

উল্লেখ্য, রোজার মাস শুধু আত্মসংযমের শিক্ষা দেয় না, এটি একে অন্যের প্রতি সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের অনন্য এক মেলবন্ধনও বটে। একসঙ্গে ইফতার করার আনন্দ ও উষ্ণতা সেই সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ইফতারে ফুটে উঠেছে সেই আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.