ছাত্র হত্যা মামলার আসামি সহ একাধিক মামলার আসামি সাইফুল্লাহ বাদলের সহচর সোহেল রানাকে গ্রেফতার করার দাবি।
আলোকিত ডেস্ক:- ফতুল্লা থানা অন্তর্গত কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের সহচর ছাত্রলীগের সদস্য সোহেল রানার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বন্দর থানা মামলা নং ৩১(০৯)২০ সিদ্ধিরগঞ্জ থানা মামলা নং ২৮(৭)২৪ সদর থানা মামলা নং সি আর ১৮৭/১৯ সহ একাধিক মামলা।
সোহেল রানা প্রধান (৩৩) পিতা নুরুল ইসলাম, ভোলাইল শতাব্দী গার্মেন্ট সংলগ্ন ভাড়া থেকে সাইফুল্লাহ বাদলের সহযোগিতায় গড়ে তোলেছে মাদকের বিশাল নেটওয়ার্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলায় জড়িত ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। সোহেল একসময় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো: লিঃ কর্মরত ছিল তার পর এই প্রতিষ্ঠানের ১০৩ কোটি টাকা দূর্নীতির খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে নড়ে চড়ে বসে গ্ৰাহক ও প্রসাশন।
সোহেল নিজেকে ছাত্রলীগের সদস্য পরিচয়ে বিভিন্ন অপকর্ম করলেও কোন বিচার পায়নি স্থানীয় লোকজন। কারণ হিসেবে জানা যায় সাইফুল্লাহ বাদলের সহচর হওয়ায় তেমন কেউ কিছু বলতো না সোহেল রানা কে। সোহেলের আরেক ভাই জামাল তিনি নেতৃত্ব দেন মাদকের।
দুই ভাই মিলে শতাব্দী গার্মেন্ট ভোলাইল এলাকায় যুবসমাজকে ধংস করে ফেলেছে মাদক দিয়ে। ৫ আগষ্টের পর কিছুদিন পলাতক থাকলেও এখন প্রকাশ্যে আবার সক্রিয় হয়ে উঠেছে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সহ একাধিক মামলার আসামি দূর্নীতি বাজ সোহেল রানা। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে গ্ৰাহকের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া সোহেল রানা কে খুঁজছে পুলিশ। সোহেল কুমিল্লার সন্তান তবে দীর্ঘদিন ধরে ভোলাইল এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সক্ষতা গড়ে তোলে এখন স্থায়ী ভাবে বসবাস করছে।
ভোলাইল গেদ্দুর বাজার এলাকার চাঁন মিয়া মনে কষ্ট নিয়ে বলেন সোহেল রানা হচ্ছে একজন চিহ্নিত প্রতারক অধিক মুনাফার লোভ দেখিয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো লিঃ বিমার কথা বলে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা। প্রতিবাদ করতে গেলেই সাইফুল্লাহ বাদলের পরিচয় দিতো। শুধু তাই নয় সোহেল রানা তার আপন ছোট ভাই জামালের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের গভীর সম্পর্ক গড়ে তোলে তার পর স্থানীয় জনতা গনধোলাই দিয়েছে বলে জানান চানমিয়া।
এতো কিছুর পরেও বহাল তবিয়তে রয়েছে লম্পট ও চিহ্নিত প্রতারক গ্ৰাহকের লাখ লাখ টাকা আত্মসাত কারি বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি প্রতারক সোহেল রানা। সোহেল রানা এখন গ্ৰেফতার হচ্ছে না কেন জানতে চাইলে পুলিশের উদ্ধতন কর্মকর্তা বলেন শুধু ছাএ হত্যা নয় যে কোন অপরাধের আসামিকে গ্ৰেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। কিন্তু সোহেল রানাকে পুলিশ খুঁজছে তিনি যে বাসায় ভাড়া থাকতেন তিনি এখন সেই বাসায় নেই তাই একটু বিলম্ব হচ্ছে তবে গোয়েন্দা নজরদারিতে রয়েছে যে কোন সময় গ্ৰেফতার করা হবে।
অন্যদিকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কো লিঃ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকার বিষয়ে শহরে জানাজানি হলে এই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন ও পুরাতন গ্ৰাহকরা।তাড়া বলছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আড়ালে মাদক ব্যবসা, পাশাপাশি ছাত্রলীগের সদস্য পরিচয় দিয়ে গ্ৰাহকদের নিকট থেকে বিমার টাকা হাতিয়ে নিয়ে নিজে সাবলম্বী হয়ে গ্ৰাহকদের পথের ফকির বানাচ্ছে সোহেল রানা। তাই স্থানীয় লোকজন বলছে স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্ৰাহকগন যাওয়ার আগে এই সমস্ত দূর্নীতি বাজ ও হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে মুখ থুবরে পড়তে পারে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
এলাকাবাসী বলছে যতো দ্রুত সম্ভব এই বাটপার সোহেল রানাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।