আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
অবসরের ঘোষণা দিতে গিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে রিয়াদ লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন ‘
রিয়াদ আরও লিখেছেন, ‘আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন।’
বিদায় বেলায় বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক, ‘পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে। সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করেন রিয়াদ। চ্যাম্পিয়নস ট্রফিতে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলেন তিনি।