প্রতারক মান্নানের বিরুদ্ধে ডিসির নাম ভাঙিয়ে পুকুর দখলের অভিযোগ উঠেছে।
আলোকিত ডেস্ক:- সিদ্ধিরগঞ্জ থানার চিহ্নিত প্রতারক ও ধষর্ণ মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি বাটপার মান্নানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়ার নাম ভাঙিয়ে সেন্টুর পুকুর দখলের চেষ্টা। সিদ্ধিরগঞ্জ নিবাসী মোঃ সেন্টু মিয়া বলেন প্রতারক মান্নান আওয়ামী লীগক ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় কাউন্সিলর রুহুল আমিনের সঙ্গে নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে।
তার দুই ভাই শীর্ষ মাদক ব্যবসায়ী। তথাকথিত এই মানব কল্যাণ পরিষদের বাটপার মান্নান নিজেকে সমাজ কর্মী পরিচয় দিলেও সত্যিকার অর্থে মান্নান হচ্ছে ইন্টারন্যাশনাল বাটপার। ইতিমধ্যে এই বাটপার মান্নানের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে ক্রিমিনাল মামলা নং ৪৮১৮ যা ১০ বছর সাজা খাটার পর এখন দীর্ঘদিন পলাতক থাকায় গ্ৰেফতারি পরোয়ানা ইস্যু হয়।তা ছাড়া প্রতারক মান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন আদালতে আরো দুটি মামলায় গ্ৰেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে।গ্ৰেফতার এড়াতে প্রতারক মান্নান তার ভুয়া ফেসবুক আইডি দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
অন্যদিকে অভিযোগ কারি সেন্টু ইতি মধ্যে পুলিশ সুপার সহ সরকারের বিভিন্ন দফতরে একাধিক অভিযোগ দায়ের করে বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নাভ ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে বাটপার মান্নান। প্রতারক মান্নানের বিরুদ্ধে প্রায় একডজন মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় জনতা পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে এই প্রতারক মান্নান কে দ্রুত গ্ৰেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।