ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের বিচারের দাবিতে মশাল মিছিল ও পুরান ঢাকার তাঁতি বাজার মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রবিবার রাত ৮টার দিকে তাঁতি বাজার মোড় অবরোধ করেন তারা।
এর আগে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে বাহাদুর শাহ পার্ক ঘুরে শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড়ে হয়ে তাঁতি বাজার মোড়ে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আছিয়া ধর্ষণের বিচারসহ সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রায় ৩০ মিনিটের মতো তাঁতি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এর ফলে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। এরপর পুনরায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আমাদের আজকের এই মশাল মিছিল প্রতিবাদ সমাবেশ। আমরা এ মশাল মিছিল থেকে স্পষ্ট বলে দিতে চাই, ধর্ষকদের ফাঁসি দিতে হবে নতুবা গদি ছেড়ে দিতে হবে।
তারা আরও বলেন, এভাবে এক আছিয়া নয়, দেশের আনাচে-কানাচে প্রতিনিয়ত অনেক ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা প্রতিটি ধর্ষণের বিচার দেখতে চাই। প্রয়োজন হলে দ্রুত বিচারের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। আমরা নারীরা আজ-কাল ভয়ে থাকি, কখন কি হয়ে যায়!