শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

জনস্বার্থে যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে মোবাইল কোর্ট চলমান

জনস্বার্থে যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে মোবাইল কোর্ট চলমান

আলোকিত ডেস্ক:- জনস্বার্থে যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে মোবাইল কোর্ট চলমান

জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর উদ্যোগে রমজান উপলক্ষ্যে যানজট নিরসনে আজ সকাল দুপুর ২.০০ টায় নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু রোড এ বং মীর জুমলা রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময়, রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল,মোটরসাইকেল অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে নয়তলা বিশিষ্ট সমবায় অফিসের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লা ভিস্তা নামক রেস্টুরেন্ট ফুটপাথ পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়।

একইসাথে ৪ টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়।উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৬ জন ব্যক্তিকে ৬ টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪০০০ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ সংবাদ

.