কর্ণেল অলির ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে
গণতান্ত্রিক যুবদল ও সেচ্ছাসেবকদলের উদ্যোগে ইফতার বিতরণ।
আলোকিত ডেস্ক:-চট্টগ্রাম মহানগর এলডিপির সহযোগী সংগঠন গনতান্ত্রিক যুবদল ও গনতান্ত্রিক সেচ্ছাসেবকদলের উদ্যোগে এলডিপির প্রেসিডেন্ট ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর রিয়াজুদ্দিন বাজারে পবিত্র মাহে রমাদানে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়,
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর এলডিপির সিনিয়র সদস্য নুরুল আসগর চৌধুরী, সঞ্চালনা করেন সেচ্ছাসেবক দলের সভাপতি বি এম সায়েদুল হক, বিশেষ অতিথি ছিলেন,কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, খুলশী থানা এলডিপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মহানগর গনতান্ত্রিক যুবদলের সভাপতি আজহারুল ইসলাম অপু,
প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এলডিপির প্রেসিডেন্ট ডঃ কর্নেল অলি আহমদ বীর বিক্রম দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ কারী সম্মুখযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ, ৮৭তম জন্মদিনে নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং রাষ্ট্রের প্রয়োজনে কর্ণেল অলি আহমদ বীর বিক্রমের রাজনৈতিক অভিজ্ঞতার বহিঃপ্রকাশ দেখতে দেশের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন,
সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রানা,যুবদলের তৈয়ব,আবুল কালাম,ইউসুফ, মোরশেদ,মারুফ, সেচ্ছাসেবক দলের শাহাবুদ্দিন, শারুক প্রমুখ। সংক্ষিপ্ত আয়োজনে ২শতাধিক রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।